Sanai Bajey Dholok Baje (সানাই বাজে ঢোলক বাজে) Song Lyric

এই পোষ্টে প্রেমের নাম বেদনা  সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সানাই বাজে ঢোলক বাজে। গানটি গেয়েছেন বাদশা বুলবুল

🎵 গানের নাম - সানাই বাজে ঢোলক বাজে

🎧 Song Credits: 
🎵 গান - Sanai Bajey Dholok Baje
🎬 অ্যালবাম - প্রেমের নাম বেদনা 
🎹 সুরকার আলাউদ্দিন আলী
🔊 শিল্পী বাদশা বুলবুল

Sanai Bajey Dholok Song Lyric 👇

সানাই বাজে ঢোলক বাজে বিয়ের বাদ্য বাজে রে 
গলুদ মেন্দী দিয়া সখী বিয়ার সাজে, 
সাজে রে, সাজে রে! 
ভাই কান্দে ভাবী কান্দে আহাজারী করিয়া 
তারই সাথে কন্যা কান্দে নয়ন ও ভাসাইয়া;
আহারে! 

সানাই বাজে ঢোলক বাজে বিয়ের বাদ্য বাজে রে 
গলুদ মেন্দী দিয়া বন্ধু বিয়ার সাজে,  
সাজে রে, সাজে রে! 
কাজির কথায় রাজি হইয়া কবুল কবুল বলিয়া 
আনন্দেতে নয়া  বউরে ঘরে নেবে তুলিয়া! আহারে! 

তুমি ভাগ্যবতী পেলে জীবন সাথী 
তোমার হবে সোনার সংসার 
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার
তুমি ভাগ্যবতী পেলে জীবন সাথী 
তোমার হবে সোনার সংসার 
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার

বেনারশী শাড়ি কন্যার রুপ ঢাকিতে পারে না
চান্দের মত ঝলমল করে সারা অঙ্গের গহনা, গহনা! 
জামাই মিয়ার কপাল ভালো ধিনা ধিনা তকাধিনা 
এমন সুন্দর বউ পাইলো নাই যে তাহার তুলনা, তুলনা! 

রুপবতী রুপের আলো জ্বালবে বাসর ঘরে 
স্বামীর সোহাগ আদর বুকে থাকবে জনম ভরে
এই মায়ার বাধন, এই দুটি জীবন!
যেন বেঁধে রাখে দু'জনায়
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার

নয়া মানুষ পাইয়া সখী ভুইলা যাইস না আমারে 
দোয়া করি হাসি খুশি থাকিস রে তুই সংসারে, সংসারে! 
সারা বেলা থাকিস না রে বউ এর আঁচল ধরিয়া 
বাসর রাতে বিড়াল মারিস আদর সোহাগ করিয়া, বন্ধুরে! 

সুখে না হোক দুঃখের দিনে, আমায় কাছে ডেকো
আমি তোমার বন্ধু ছিলাম শুধু মনে রেখো 
এই ভাইয়া আমার হলো স্বামী তোমার 
সেবা করে যেও তুমি তার! 
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার

তুমি ভাগ্যবতী পেলে জীবন সাথী 
তোমার হবে সোনার সংসার 
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার
তুমি ভাগ্যবতী পেলে জীবন সাথী 
তোমার হবে সোনার সংসার 
তোমার সুখেই তো সুখ আমার 
ও আর নেই তো কিছু চাওয়ার


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম