Tomader Katar Mukut (তোমাদের কাঁটার মুকুট) Lyric

Tomader Katar Mukut Lyrics

মহানায়ক উত্তম কুমারের শাপ মোচন সিনেমার আদলে তৈরি হয়েছে রাজ পুরুষ সিনেমা তৈরি হলেও অনেক অংশ ই কাটাকুটির জন্য বাদ পড়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন মহুয়া রায়চৌধুরী। এই পোষ্টের সেই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো -

🎵 গানের নাম - তোমাদের কাঁটার মুকুট

🎧 Song Credits: 
🎵 গান - Tomader Katar Mukut 
🎬 অ্যালবাম - রাজ পুরুষ (1987)
🔊 শিল্পী মান্না দে

Tomader Kantar Mukut Song Lyric 👇

তোমাদের কাঁটার মুকুট, 
এই তো আমার প্রথম পাওয়া 
এ পাওয়াই ধন্য হলো, 
এই জীবনের সকল চাওয়া
তোমাদের কাঁটার মুকুট, 
এই তো আমার প্রথম পাওয়া 

যা দিলে সমাদরে, 
নিয়েছি তা মাথায় করে (২ বার)  
স্বার্থক হলো আমার 
এতদিনে এ গান গাওয়া।  
তোমাদের কাঁটার মুকুট, 
এই তো আমার প্রথম পাওয়া 

মানুষের ভালোবাসা, মানুষের আশির্বাদ- 
এছাড়া শিল্পীর আর কি আছে পাওয়ার স্বাদ! 
কি আছে পাওয়ার স্বাদ। 
যেটুকু তাইতো পাবো, হাসি মুখে নিয়ে যাব
এ হৃদয় তোমাদেরই, ভালোবাসার স্বপ্নে ছাওয়া 
তোমাদের কাঁটার মুকুট, 
এই তো আমার প্রথম পাওয়া
এ পাওয়াই ধন্য হলো,  
এই জীবনের সকল চাওয়া
তোমাদের কাঁটার মুকুট, 
এই তো আমার প্রথম পাওয়া


🔊 আমার মতামত - গানের সুর ভুবন ভোলায়; অপূর্ব সুন্দর একটি গান। পুলক বাবু আর মান্না দের কম্পোজিশন কিছু বলার অপেক্ষা রাখেনা। আমার খুব পছন্দের গান গুলোর মধ্যে এই গানটি অন্যতম ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম