Tomar Nam Likhe Daw (তোমার নাম লিখে দাও) Song Lyric

এই পোষ্টে অনুতপ্ত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমার নাম লিখে দাও। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 গানের নাম - তোমার নাম লিখে দাও

🎧 Song Credits: 
🎵 গান - Tomar Nam Likhe Daw 
🎬 অ্যালবাম - অনুতপ্ত
🎹 সুরকার আলম খান
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন
 

Tomar Nam Likhe Daw Song Lyric 👇

তোমার নাম লিখে দাও

তোমার নাম লিখে দাও
কালির আচড়ে নয়, রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও, সাদা কাগজে নয়
ব্যাথা ভরা অন্তরে... 
তোমার নাম লিখে দাও!

এতো বেশি ভালোবাসি বলে, 
এতো বেশি ভালোবাসি বলে
বিনিময়ে অবহেলা দিলে
কাছে পেয়ে চেনো না তো
চিরচেনা বন্ধুরে! 
কালির আচড়ে নয়, রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও,

পারো যদি সুখি হতে একা,
পারো যদি সুখি হতে একা
দেবো না তো কোনদিনও দেখা
তুমি আছো তুমি রবে, চিরদিনে বুক জুড়ে! 
তোমার নাম লিখে দাও
কালির আচড়ে নয়, রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও, সাদা কাগজে নয়
ব্যাথা ভরা অন্তরে... 
তোমার নাম লিখে দাও!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম