Tora Sab Jayadhwaani Kor (তোরা সব জয়ধ্বনি কর) Lyric

Tora Sab Jayadhwaani Kor

বিদ্রোহী কবির কলমে এই পরাধীন ভারতের মুক্তিকামী মানুষদের উদ্দেশ্যে জয়ধ্বনি উঠেছে যেমন তেমন ই আবার যন্ত্রনায় কখনো ব্রিটিশ শাসিত ভারতকে তিনি অনুর্বর, গৌরবহীন এক নেইরাজ্যের ফ্রেমে ধরার চেষ্টা করেছেন। আবার কখনো ধর্ম বা জাত নিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার অপচেষ্টাকে ধিক্কার জানিয়েছেন কবি। এই পোষ্টে এই রকম মেজাজের একটি গানের লিরিক্স শেয়ার করবো আমি

🎵 গানের নাম - তোরা সব জয়ধ্বনি কর

🎧 Song Credits: 
🎵 গান - Tora Sab Jayadhwaani Kor
🎬 অ্যালবাম - Bidrohi Kabi Smarane Cd 3

Tora Sab Jayadhwaani Kor Song Lyrics 👇

তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!   
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!   
তোরা সব জয়ধ্বনি কর!!   

আসছে এবার অনাগত প্রলয়–নেশায় নৃত্য–পাগল,
সিন্ধু–পারের সিংহ–দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু–গহন অন্ধকুপে, মহাকালের চন্ড–রূপে, 
মৃত্যু–গহন অন্ধকুপে, মহাকালের চন্ড–রূপে ধূম্র–ধূপে
বজ্র–শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর!
ওরে ওই হাসছে ভয়ংকর!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!   

দ্বাদশ রবির বহ্নি–জ্বালা ভয়াল তাহার নয়ন–কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়!
বিন্দু তাহার নয়ন –জলে
সপ্ত মহাসিন্ধু দোলে
কপোল–তলে!
বিশ্ব –মায়ের আসন তারই বিপুল বাহুর ‘পর 
হাঁকে ঐ “জয় প্রলয়ংকর!”
তোরা সব জয়ধ্বনি কর!!
তোরা সব জয়ধ্বনি কর!!  

মাভৈঃ, ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায়–মরা মুমূর্ষুদের প্রাণ–লুকানো ঐ বিনাশে।
এবার মহা–নিশার শেষে
আসবে ঊষা অরুণ হেসে
করুণ্ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু–চাঁদের কর!
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - নজরুল সবসময়ই উদ্দাম উচ্ছল। এই গানে তা প্রকাশিত। একেই বলে  বিদ্রোহী গান। এরকম ছন্দময় বারুদ মিশ্রিত বাক্যবাণ! কেবলমাত্র অ-সাধারণ মানুষের পক্ষেই এটার ব্যুৎপত্তি সম্ভব ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম