Tui Jodi Amar Hoitire (তুই যদি আমার হইতি রে) Song Lyric

এই পোষ্টে তুই যদি আমার হইতি রে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুই যদি আমার হইতি রে। গানটি গেয়েছেন মনির খান

🎵 গানের নাম - তুই যদি আমার হইতি রে

🎧 Song Credits: 
🎵 গান - Tui Jodi Amar Hoitire
🎶 গীতিকার কবির বকুল
🎹 সুরকার - কাজী জামাল
🔊 শিল্পী মনির খান
 

Tui Jodi Amar Hoitire Song Lyric 👇

তুই যদি আমার হইতি রে সুন্দরী 
আমি হইতাম তোর! 
বুকেতে জড়াইয়া তোরে
বুকেতে জড়াইয়া তোরে, 
করিতাম আদর রে
তুই যদি আমার হইতি রে সুন্দরী 
তুই যদি আমার হইতি রে! 

টাকা পয়সা জমিদারি, সবই দিমু তোরে
সোনার ও পালঙ্কে শুইয়া থাকবি আমার ঘরে
টাকা পয়সা জমিদারি, সবই দিমু তোরে
সোনার ও পালঙ্কে শুইয়া থাকবি আমার ঘরে
তুই হবি মমতাজ আর আমি শাহজাহান
ফাঁকি দিয়া গেলে বন্ধু দিমু এই পরান ও রে
তুই যদি আমার হই তি রে সুন্দরী
তুই যদি আমার হই তি রে! 

রাখমু তোরে সারা জনম দু'ই চোখেতে ধরে
দিমু না দিমু না তোরে ছাড়িয়া যাইতে
রাখমু তোরে সারা জনম দু'ই চোখেতে ধরে
দিমু না দিমু না তোরে ছাড়িয়া যাইতে
ভালোবাইসা আদর দিয়া বসাইমু অন্তরে
পিরিতেরই ঘর বান্ধিয়া থাকমু জনম ভরে রে
তুই যদি আমার হইতি রে সুন্দরী 
আমি হইতাম তোর! 
বুকেতে জড়াইয়া তোরে
বুকেতে জড়াইয়া তোরে, 
করিতাম আদর রে
তুই যদি আমার হইতি রে সুন্দরী 
তুই যদি আমার হইতি রে! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম