Tumi Amar Shudhu Amari (তুমি আমার শুধু আমারই) Song Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে আমার অন্তরে তুমি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমার শুধু আমারই

🎵 গানের নাম - তুমি আমার শুধু আমারই

🎧 Song Credits: 
🎵 গান - Tumi Amar Shudhu Amari 
🎬 অ্যালবাম - আমার অন্তরে তুমি 

Tumi Amar Shudhu Amari Song Lyrics 👇 

তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই
তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই
এই দুনিয়ায়, তুমি ছাড়া বোঝেনা কিছু মন
তুমি এমন-ই আপনজন
তুমি এমন-ই আপনজন 
তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই

[সারাটি জীবন থেকো তুমি আমার-ই বুকের মাঝে 
পাই যেনো গো তোমাকে কাছে সকাল দুপুর সাঁঝে] - ২ বার 
ছায়ার মতন পাশে তুমি, থেকো গো সারাক্ষন
তুমি এমন-ই আপনজন 
তুমি এমন-ই আপনজন 
তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই

[তোমার অন্তরে বন্ধু আমি আমার অন্তরে তুমি
তুমি ছাড়া জীবন আমার, ধুধু মরুভূমী] - ২ বার 
তোমার-ই প্রেম, ভালবাসা; জীবনে প্রয়োজন
তুমি এমন-ই আপনজন  
তুমি এমন-ই আপনজন 
তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই
তুমি আমার শুধু আমার-ই
আমি তোমার শুধু তোমার-ই 
এই দুনিয়ায়, তুমি ছাড়া বোঝেনা কিছু মন
তুমি এমন-ই আপনজন
তুমি এমন-ই আপনজন 🔊 আমার মতামত - আহমেদ ইমতিয়াজ বুলবুলের অতুলনীয় কথায়, চমৎকার সুর দিয়েছে কিংবদন্তি শিল্পী কনক চাঁপা। আর অভিনয় কি বলবো সব কিছুই অসাধারণ।  শত শত বছর পার হয়ে যাবে। এসব গান ও সুর কনোদিন পুরনো হবে না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম