Vober Ei Khela Ghore (ভবের এই খেলা ঘরে) Song Lyric

এই পোষ্টে ঝিনুক মালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ভবের এই খেলা ঘরে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - ভবের এই খেলা ঘরে

🎧 Song Credits: 
🎵 গান - Vober Ei Khela Ghore
🎬 অ্যালবাম - ঝিনুক মালা
🎶 গীতিকার - মোহাম্মদ আলমগীর কবির
🎹 সুরকার - আনোয়ার জাহান নান্টু
🔊 শিল্পী এন্ড্রু কিশোর

Vober Ei Khela Ghore Song Lyric 👇

[ভবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খে'লা] - ২ বার
জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে! 
[বানাই আছেন পুতুল যিনি একদিন ভাঙবে তিনি] - ২ বার
সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে 
[ভবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খে'লা] - ২ বার 
জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে!

মাটির দেহখানি এই মাটিতে মিশে যাবে 
হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে, 
ওরে সঙ্গী হবে! 
মিছে দুনিয়াদারি কিছুই রবে না
কি সুখে দালান কোঠা বানায় সবাই কে জানে 
[ভবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খে'লা] - ২ বার 
জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে!

বাউল সাজে কেউ সংসার সাজায়, খুশি মত! 
সার্থের কারনে ঘোরে সবাই অবিরত,
ওরে মানুষ যত!
দেখি বেহুঁশ হয়ে আছে সবাই 
ভাবে না চিরটিকাল রবে না কেউ এই খানে  
[ভবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খে'লা] - ২ বার 
জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে!
[বানাই আছেন পুতুল যিনি একদিন ভাঙবে তিনি] - ২ বার
সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে 
[ভবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খে'লা] - ২ বার 
জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে!

🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম