Vulbona Vulbona Bondhu (ভুলবোনা ভুলবোনা বন্ধু) Song Lyric

এই পোষ্টে কাসেম মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ভুলবোনা ভুলবোনা বন্ধু গানটি গেয়েছেন বেবী নাজনীন এবং এম এ খালেক

🎵 গানের নাম - ভুলবোনা ভুলবোনা বন্ধু

🎧 Song Credits:  
🎵 গান - Vulbona Vulbona Bondhu
🎬 অ্যালবাম - কাসেম মালার প্রেম
🔊 শিল্পী বেবী নাজনীন এবং এম এ খালেক

Vulbona Vulbona Bondhu Song Lyric 👇

ভুলবো না ভুলবোনা বন্ধু, 
ভুলবো না গো আমি তোমারে
ইহকালে-পরকালে তুমি চির সাথী গো! 
দেখা দাও, দেখা দাও বন্ধু! 
কাছে এসে দাও না দেখা রে,
ইহকালে-পরকালে তুমি চির সাথী গো! 

তুমি মালা বন্দি ঘরে, 
চোখের জলে বুক ভাসে গো! 
ঘরের বাহির কেমনে হইবো
দুয়ারে মোর পিতা গো
কাইন্দনা কাইন্দনা বন্ধু, 
কাইন্দনা আর চোখের জলে গো! 
তোমায় বিনে অন্তর আমার
পুইড়া হইলো কালা গো! 

সুখে থাকো সুখে থাকো ও
যেথায় থাকো যেমন থাকো গো
তোমার সুখের জীবন বন্ধু
আমার সুখের বাসর গো
তুমি যে সুখ, তুমি দুঃখ ও...
তোমার বুকে আমার মরণ গো 
তোমার প্রেমের পরশ পেয়ে
জীবন হইলো ধন্য গো! 
ভুলবো না ভুলবোনা বন্ধু, 
ভুলবো না গো আমি তোমারে
ইহকালে-পরকালে তুমি চির সাথী গো! 
দেখা দাও, দেখা দাও বন্ধু! 
কাছে এসে দাও না দেখা রে,
ইহকালে-পরকালে তুমি চির সাথী গো! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম